অ্যাকসেসিবিলিটি লিংক

এ্যামেরিকান মুসলীম ওমর মতিন দেশের ভেতরেই সন্ত্রাসী হয়ে বেড়ে ওঠে- বলেন প্রেসিডেন্ট ওবামা


প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন-দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণ বিনাশ ঘটালো যে হত্যাকান্ড তারই হোতা বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নির্দেশে তা করেছে, তেমন স্পষ্ট কোনো প্রমান মিলছে না।

ইন্টারনেটের মাধ্যমে উগ্রপন্থী গ্রুপের মতবাদ তার মধ্যে ইন্টারনেটের মাধ্যমেই সঞ্চারিত হযেছিলো দেখে শুনে তেমনটাই মনে হচ্ছে – বলেন তিনি।

বলেন- ২৯ বছর বয়সী , আফগান মাতাপিতার সন্তান , এ্যামেরিকান মুসলীম ওমর সিদ্দিকী মতিন অনেকটা এদেশের ভেতরেই সন্ত্রাসী হয়ে বেড়ে উঠেছে এবং এটাই দুশ্চিন্তা আমাদের সে আজ দীর্ঘদিন যাবত। ওবামা বলেন- তবে, শেষ মুহুর্তে সে জরুরী টেলিফোন সংযোগ মারফত সন্ত্রাসী গোষ্ঠী আই এসের প্রতি তার আনুগত্য প্রকাশ করে বলে মনে হচ্ছে ঠিকই।ওবামা বলেন- আইন বলবত বিভাগের কর্মকর্তারা এখনো তাঁদের সুলুক সন্ধান কাজের প্রাথমিক স্তরে রয়েছে – জানার এখনো বাকি রয়েছে আমাদের অনেক কিছুই।

ঐ ঘটনায় নিহতদের প্রতি – তাঁদের আত্মীয় পরিজনের প্রতি শ্রদ্ধা জানাতে-সহমর্মিতা প্রকাশ নিমিত্ত প্রেসিডেন্ট বৃহস্পতিবার অরল্যান্ডো যাবেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে।

XS
SM
MD
LG