অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে পাকিস্তানের পর্যালোচনায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনাদি শামিল থাকা বাঞ্ছনিয়


প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন – যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজ সম্পর্ক নিয়ে পাকিস্তানের যে পর্যালোচনা , তাতে শুধু পাকিস্তানের নিজের স্বার্বভৌমত্বই নয় , সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনাদির বিষয়েও গুরুত্ব শামিল থাকা বাঞ্ছনিয় ।

মঙ্গলবার মি:ওবামা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসূফ রেযা গিলানির সঙ্গে একান্ত বৈঠকে বসবার ঠিক আগে দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন । সৌলের পরমানু সংশ্লিষ্ট আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন চলাকালে , পৃথক ব্যবস্থায় কথা বলেন ঐ দু নেতা ।

গত বছর মে মাসে পাকিস্তানের ভূখন্ডে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভিযানে ওসামা বিন লাদীনের মৃত্যু এবং গত নভেম্বরে সীমান্তের বিপরিত দিক থেকে পরিচালিত নেটো বাহিনীর হামলায় ২৪ পাকিস্তানী সৈনিকের নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে সম্পর্কের যে অবনতি হয় তারই মাঝখানে এ বৈঠক হলো ।

প্রানঘাতি ও অভিযানের পর পরই পাকিস্তান , আফগানিস্তানে মোতায়েন নেটো বাহিনীর জন্যে রসদ সরবরাহের পথ রূদ্ধ করে দেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক নিয়ে পূনর্মূল্যায়েনের উদ্যোগ শুরু করে ।

XS
SM
MD
LG