অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ ওবামা বৈঠকে ক্রমবর্ধমান অসমতা দূর করার ক্ষেত্রে প্রতিশ্রুতি


ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে এই প্রথম বৈঠক করেছেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ সূত্রের মতে এই বৈঠকের মূল প্রতিপাদ্য সহিংসতা বিষয়ে ক্রমবর্ধমান অসমতা দূর করার ক্ষেত্রে প্রতিশ্রুতি।

সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে প্রেসিডেন্ট ওবামা অর্থনৈতিক বিষয় নিয়েও পোপ ফ্রাসিন্সসের সঙ্গেকথা বলবেন। তবে মিষ্টার ওবামার স্বাস্থ্য সেবা আইনের এ্যাবর্শন সহ বেশ কিছু বিষয়ে সৃষ্ট মতানৈক্য নিয়েও আলোচনা হতে পারে।

এরআগে ইউরো সফরকালে বিভিন্ন ফোরামে প্রেসিডেন্ট ওবামা ইউক্রেন রাশিয়ার মধ্যে সৃষ্ট পরিস্থিতি সমাধানের ওপর জোর দেন। পররাস্ট্রমন্ত্রী জন কেরী এবং অপরাপর শীর্ষ নেতৃবৃন্দ ভ্যাটিকানে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে রয়েছেন।

এর আগে ২০০৯ সালে প্রেসিডেন্ট ওবামা এবং ফার্ষ্ট লেডী মিশেল ওবামা সাবেক পোপ বেনেডিক্টের সঙ্গেসাক্ষাৎ করেছিলেন। এছাড়া ইটালীতে মিষ্টার ওবামা রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইটালীয়ান নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন।
XS
SM
MD
LG