অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় সামরিক অভিযানের পক্ষে জি-২০ শীর্ষ বৈঠকে ওবামা



যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ায় জি-টুয়েন্টি শীর্ষ বৈঠকে বিশ্বনেতাদের সমর্থন চাইবেন সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে।

সেইন্ট পিটার্সবার্গে নেতারা গিয়ে পৌছুনোর পরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচ্য সূচিতে সিরিয়াকে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন। উদ্বোধনী অধিবেশনে মি পুতিন বলেন যে কোন কোন নেতা আন্তর্জাতিক রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে সিরিয়া সম্পর্কে আলোচনার জন্যে সময় বরাদ্দ করার জন্যে তাকে অনুরোধ করেছেন। তিনি বলেন যে আজ ওয়ার্কিং ডিনারের সময়ে তারা এ সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন।


নিজ জনগণের ওপর সিরীয় সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মি ওবামা সিরীয় সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্যে দেশে ও বিদেশে সমর্থন চাইছেন। এ বিষয়ে মি ওবামা বলেন যে সিরিয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার দিকে তিনি চেয়ে আছেন এবং সকলেই এই সম্মিলিত উপলব্ধি যে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যহার কেবল যে একটি বিয়োগান্তক ঘটনা , তাই-ই নয় এটি হচ্ছে আন্তর্জাতিক আইনের লংঘন ও বটে।
XS
SM
MD
LG