অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা : যুক্তরাষ্ট্রর দায়িত্ব হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গিদের নির্মূল করা


প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে , বিশ্বের এক মাত্র মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রেরদা য়িত্ব রয়েছে সন্ত্রাসী গোষ্ঠি আই এস আই এল কে নির্মূল করার পশ্চিম আফ্রিকায় ইবোলা মোকাবিলায় এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার। জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে ব্রিসবেইন বিশ্ববিদ্যালয়ে ভাষণের সময়ে তিনি বলেন সব সময়ে তার পররাষ্ট্র নীতির মূল বিষয়টি হবে এশীয় প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে আমেরিকান নের্তৃত্ব।

তিনি ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। “আমরা গ্রীণ ক্লাইমেট ফান্ড এর জন্য তিন শ কোটি ডলার দান করবো যাতে করে আমরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পন্নোত দেশগুলোকে সাহায্য করতে পারি”।

আমেরিকান নেতা বলেন যে এশিয়ায় কার্যকর নিরাপত্তার ভিত্তি হওয়া উচিৎ , মিত্র-জোট এবং আন্তর্জাতিক আইন , এটা নয় যে বড় দেশ গুলো ছোট রাষ্ট্রগুলোর ওপর ছড়ি ঘোরাবে।

তিনি বলেন যে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে সব রাষ্ট্রেরই নিরাপত্তা ও শান্তিতে বসবাসের অধিকার রয়েছে।

XS
SM
MD
LG