অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদী বাদশাহর সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্য নিরাপত্তায় জোর দিলেন প্রেসিডেন্ট ওবামা


মধ্যপ্রাচ্য ও ইউরোপে সপ্তাহব্যপী কুটনৈতিক সফরের শেষভাগে সৌদী আরব হয়ে প্রেসিডেন্ট ওবামা ওয়াশিংটন ফিরছেন।

ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রিয়াদে প্রেসিডেন্ট ওবামা পারিবারিক সংহিসতা রোধে কাজ করার স্বীকৃতি হিসাবে সৌদী নারী কর্মী মাহা আল মুনীফকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উইমেন অব কারেজ এ্যাওয়ার্ড প্রদান করেন।

শুক্রবার তিনি সৌদী বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠককালে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বিষয়ে তাদের মতপার্থক্য কমিয়ে আনার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া বৈঠকে সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইরানের পারমানবিক কর্মসূচী নিয়েও তারা কথা বলেন।

এদিকে, ইউক্রেন বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধান নিয়ে আলোচনা করতে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট ওবামার প্রতি আহবান জানান। হোয়াইট হাউজ জানায়, মিষ্টার পুতিন প্রেসিডেন্ট ওবামার কাছে একটি লিখিত প্রস্তাব দিয়েছেন যাতে ইউক্রেন সমস্যা সমাধানের জন্য কুটনৈতিক প্রক্রিয়ার ওপর জোর দেয়া হয়েছে।
XS
SM
MD
LG