অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এক নতুন স্তরে নিয়ে যেতে চান


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে তিনি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এক নতুন স্তরে নিয়ে যেতে চান।

বেইজিং এ চীনা প্রেসিডেন্ট ঝি জিনপিং এর সঙ্গে দুদিনের বৈঠকের প্রথম দিনে আমেরিকান প্রেসিডেন্ট এক অনানুষ্ঠানিক ভোজে মিলিত হন। বুধবার আরও একান্ত পর্যায়ে আলোচনার কথা আছে।

মি ওবামা বলেন যে যখন যুক্তরাষ্ট্র এবং চীন একত্রে কাজ করতে পারবে , বিশ্ব তখন উপকৃত হবে।

বেইজিং এ আয়োজিত এশীয় প্রশান্ত অঞ্চলের অর্থনৈতিক শীর্ষ সম্মেলন বা APEC ‘এর পার্শ্ব বৈঠকে ওবামা এবং ঝি’র মধ্যে এই সব আলোচনা চলছে। APEC ‘এ নেতারা চীনের নের্তৃত্বে মুক্ত বানিজ্য এলাকার ব্যাপারে তাদের প্রাথমিক অনুমোদন দিয়েছেন।

এই অনুমোদনকে বেইজিং এর জন্যে একটা সাফল্য বলে মনে করা হচ্ছে। চীন , যুক্তরাষ্ট্রের নের্তৃত্বে আরেকটি বিকল্প প্রস্তাবের বিপরীতে একটি Free Trade Area of the Asia-Pacific গড়ে তোলার ওপর জোর দিয়ে আসছিল । যুক্তরাষ্ট্রের ঐ প্রস্তাবের মধ্যে চীন অন্তর্ভুক্ত ছিল না।

XS
SM
MD
LG