অ্যাকসেসিবিলিটি লিংক

বারাক ওবামা : মিয়াম্মারের সংস্কার সাধনের জন্যে আরও অনেক কিছু করার বাকি রয়েছে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে তিনি মিয়াম্মারে নতুন দিনের ব্যাপারে নিশ্চিত তবে বলেন যে দক্ষিণ পুর্ব এশিয়ার ঐ দেশটির সংস্কার সাধনের জন্যে আরও অনেক কিছু করার বাকি রয়েছে।

বৃহস্পতিবার রাজধানী নাইপিততাউ ‘এ প্রেসিডেন্ট ওবামা , সে দেশের বিধায়কদের সঙ্গে এক বৈঠকের সময়ে এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট এই বৈঠককে মিয়াম্মারে গণতন্ত্রে রূপান্তরের বিষয়ে এবং যে সব অর্জন হয়েছে সেগুলোকে সংহত করার ব্যাপারে একটি চমৎকার আলোচনা বলে বর্ননা করেন। তিনি বলেন যে এই আলোচনায় মানবাধিকার রক্ষা বিষয়ে সরকারকে আরও তৎপর হবার ব্যাপারেও আলোকপাত করা হয়।

বিধায়কদের সঙ্গে বৈঠকের পর মি ওবামা মিয়াম্মারের প্রেসিডেন্ট থেইন শেইনের সঙ্গেও বৈঠক করেন সেখানে রাজনৈতিক সংস্কারের গতি এবং মানবাধিকার বিষয়ে তাঁর উদ্বেগের কথা তার জানানোর কথাযার মধ্যে রয়েছে দেশটিতে জাতি গোষ্ঠিগত সংখ্যালঘুদের প্রতি আচরণ।

আসিয়ান সম্মেলন উপলক্ষে মি ওবামা , মিয়াম্মার সফর করছেন।

XS
SM
MD
LG