অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে যুক্তরাষ্ট্রের আরো সেনা প্রেরণ


ইরাকে যুক্তরাষ্ট্র দুতাবাস এবং বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে প্রেসিডেণ্ট বারাক ওবামা সেখানে আরো ২’শো সেনা প্রেরণের অনুমতি দিয়েছেন।

মিঃ ওবামা সোমবার কংগ্রেসকে দেওয়া এক চিঠিতে তার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, হেলিকপ্টার এবং ড্রোন প্রেরন নতুন এই সিদ্ধান্তের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। পেন্টাগনের মূখপাত্র রিয়ার এডমিরাল জন কারবী জানিয়েছেন যে সেনারা ইতিমধ্যে ইরাকে গিয়ে পৌঁছেছে। তারা সেখানে এই মাসের প্রথম দিকে যে ২৭৫ জনকে প্রেরণ করা হয়েছিল তাদের সংগে যোগ দেবে।

৩’শো জন আমেরিকান উপদেষ্টার মধ্যে এই সেনারা অন্তর্ভূক্ত নন। সাম্প্রতিক সেনা প্রেরণের সঘোষনাসহ ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় ৮শ সেনা সেখানে অবস্থান করবে।

XS
SM
MD
LG