অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা আজ ইসলামিক স্টেট জঙ্গীদের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা ঘোষণা করবেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট জঙ্গীদের বিরুদ্ধে আমেরিকার সামরিক প্রচেষ্টা সম্প্রসারণের জন্য একটি পরিকল্পনা ঘোষণা করবেন বলে কথা রয়েছে।

প্রেসিডেণ্ট ওবামা এখানে আজ রাতে জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং ইরাক ও সিরিয়ায় জঙ্গীদলের শক্তঘাঁটির ওপর বিমান হামলা আরও বাড়ানোসহ বিভিন্ন সামরিক বিকল্প ব্যবস্থার সম্ভাবণাসহ তাঁর সমর অভিযানের পরিকল্পাটি ব্যাখ্যা করবেন।

মিঃ ওবামা শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি সামরিক অভিযান বৃদ্ধির করার নির্দেশ দিতে পারেন তবে হয়াইট হাউজে, প্রধান নীতি নির্ধারকদের সংগে একটি বৈঠকে মংগলবার তিনি বলেন, সংসদ যদি তার অনুকূলে রায় দেয় তাহ’লে তাকে তিনি স্বাগত জানাবেন আর এতে এটাই প্রতিয়মান হবে যে জংগীদের বিরুদ্ধে লড়াইএ আমাদের দেশ ঐক্যবদ্ধ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন ইরাকে রয়েছেন সেখানে তিনি ইরাকের নতুন প্রধান মন্ত্রী হাইদার আল আবাদীর সংগে সাক্ষাত করেন।

XS
SM
MD
LG