অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৮ হাজার ৫০ কোটি ডলারের বিলে সাক্ষর করেছেন


Obama, Congress Headed for Budget Showdown
Obama, Congress Headed for Budget Showdown

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ৮হাজার ৫০ কোটি ডলারের বাধ্যতা মূলক বাজেট সংকোচন বিলে সাক্ষর করেছেন। হয়াইট হাউজ এবং কংগ্রেস বাজেট ঘাটতির হ্রাসের বিষয়ে বিকল্প কোন পরিকল্পনায় একমত হতে ব্যার্থ হয়েছে।

বাজেট সংকোচনের ফলে সারা দেশে এর প্রভাব সার্বিকভাবে বোঝা যাবে আরো কয়েক সপ্তাহ পর থেকে তবে এর প্রতিক্রিয়া এখনই শুরু হয়ে গিয়েছে।

প্রেসিডেন্ট ওবামা শনিবার রাষ্ট্রী পরিস্থিতি সংক্রান্ত সাপ্তাহিক ভাষণে বলেন কংগ্রেসে রিপাবলিকান দলের নেতাদের জন্য বাজেট সংকোচন করা হচ্ছে। রিপাবলিকানদের কাছে সামরিক বাহিনী এবং মধ্যবিত্তদের চাইতে বিত্তশালী এবং ক্ষমতাবানদের কর হ্রাস যাতে হয় তার দিকেই রিপাবলিকানরা বিশেষ ভাবে আগ্রহী।

কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলো কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে। নানা
প্রকল্পে ব্যয় কমাচ্ছে যাতে তাদের কর্মীদের অস্থায়ী ভাবে কাজ এবং বেতন বন্ধ না হয়।
XS
SM
MD
LG