অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আমেরিকার লক্ষ্য বস্তুর ওপরে তালিবান হুমকী


আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার বিলম্ব করার সিদ্ধান্তের প্রেক্ষিতে তালিবানরা আমেরিকার লক্ষ্য বস্তুর ওপরে জোর আক্রমণ চালানোর প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। তারা ঐ সিদ্ধান্তকে অযৌক্তিক বলেও নিন্দা জানায়।


প্রেসিডেন্ট ওবামা ২০১৬ সাল পর্যন্ত আফগানিস্তানে বর্তমানে যে ৯হাজার ৮শ সেনা রয়েছে তারা সেখানে অবস্থান করবেন এবং ২০১৭ সালের জানুয়ারী মাসে প্রেসিডেন্ট ওবামা তার দায়িত্ব ছাড়ার আগে সেখানে সেনা সংখ্যা সাড়ে ৫ হাজারে নামিয়ে আনার কথা ঘোষণা করেন। ওবামা প্রশাসনের মূল পরিকল্পনা অনুযায়ী কাবুলে আমেরিকান দূতাবাসের সুরক্ষায় ২০১৬ সালে কেবল মাত্রে ১ হাজার সেনা আফগানিস্তানের অবস্থানের কথা ছিল।

এ সম্পর্কে হোয়াইট হাউজে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন,
আফগানিস্তানে আমাদের যুদ্ধরই মিশন শেষ হতে পারে তবে আফগানিস্তানের সংগে আমাদের যে অঙ্গীকার এবং সেদেশে মানুষের প্রতি আমাদের যে একাত্মটা রয়েছে--- সেক্ষেত্রে কমান্ডার ইন চিফ হিসেবে আমি আফগানিস্তানকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে পরিণত করতে দেব না --যাতে ঐ সন্ত্রাসীরা আমাদের দেশকেই আক্রমণ করতে পারে ।আফগান প্রেসিডেন্ট বারাক ওবামার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

XS
SM
MD
LG