অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বললেন ইরানের প্রেসিডেণ্ট হাসান রোহানি


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, তিনি ইরানের প্রেসিডেণ্ট হাসান রোহানির সঙ্গে টেলিকোনে কথা বলেছেন। ১৯৭৯ সালের পর এই প্রথম দুদেশের নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ হলো।

মিঃ ওবামা শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, তাঁদের মধ্যে গঠন মূলক আলোচনা হয়েছে।

প্রেসিডেন্ট ওবামা বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচীর বিষয়ে দুদেশ একটি সমন্বিত সমাধানে পৌঁছোতে পারবে। এই সংলাপে, সামনে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
XS
SM
MD
LG