অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে চীনের মালিকানাধীণ একটি কোম্পানী মামলা



আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে চীনের মালিকানাধীন একটি কোম্পানী মামলা করেছে। আমেরিকার নৌ বাহিনীর একটি স্থাপনার কাছে বায়ু-বিদ্যুত প্রস্তুতকারক কোম্পানীর প্রকল্প চুক্তিটি তিনি বাতিল করেন।

চীনের সরকারী সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, রেলস কর্পোরেশন দাবী করছে যে প্রেসিডেন্ট ওবামা সাংবিধানিক অধিকারের বাইরে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কি কারনে ঐ খামার জাতীয় নিরাপত্তার প্রতি হুমকী স্বরুপ সে ব্যাপারে লিখিত কিছু দেওয়া হয়নী।

গত সপ্তাহে, ওবামা দু’জন চীনা নাগরিকের মালিকাধীন ঐ প্রকল্পের কাজ বন্ধ করার জন্য এবং ওরিগান রাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলে এদের চতুর্থ আরেকটি প্রকল্পও বন্ধ এবং তা বিক্রি করার নির্দেশ দিয়েছেন।

গত দুই দশকে এই প্রথম আমেরিকার প্রেসিডেণ্ট কোন বিদেশীর কেনা জমির ওপর বাধা প্রদান করলেন।
XS
SM
MD
LG