অ্যাকসেসিবিলিটি লিংক

কলোরেডো হত্যাযজ্ঞে হতাহতের পরিবারের সঙ্গে দেখা করছেন ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ কলোরেডোতে যাচেছন , ডেনভারের কাছে একটি সিনেমা হলে হত্যাযজ্ঞে হতাহতদের স্বজনদের সঙ্গে দেখা করতে। ঐ ঘটনায় ছ বছর বয়সী এক শিশু কন্যাসহ মোট বারো জন প্রাণ হারান এবং বেশ কিছু লোক আহত হন।

গতকালই বোমা বিশেষজ্ঞরা , অভিযুক্ত গুলিচালকের বিস্ফোরক ভর্তি আপার্টমেন্ট থেকে সব বড় ধরণের বিস্ফোরক সরিয়ে ফেলে।

অরোরার পুলিশ প্রধান ড্যান ওটস বলেন যে ঐ আপার্টমেন্টটি প্রথ প্রবেশকারীকে হত্যার জন্যে ফাঁদ পাতা ছিল। তিনি বলেন সম্ভবত এই হত্যার শিকার হতেন একজন পুলিশ ।

কর্মকর্তারা জানিয়েছেন যে ২৪ বছর বয়সী ছাত্র জেইমস হমস শুক্রবার সকালে লোকজন ভর্তি ঐ সিনেমা হলে গুলি চালায়।

বিপুল অস্ত্র শস্ত্রের সজ্জিত হমসকে ঐ রক্তপাতের পর পরই , ঐ থিয়েটারের বাইরে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি রাইফেল , একটি শট গান , দুটি হ্যান্ড গান , গ্যাসের মুখোশ এবং গুলি প্রতিরোধক পরিধান পাওয়া যায়। তাকে একা বন্দী অবস্থায় রাখা হয়েছে।
XS
SM
MD
LG