অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা সৌদি বাদশা সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ শুক্রবার সৌদি বাদশা সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন । বাদশা আব্দুল্লার মৃত্যুর পর জানুয়ারী মাসে সিংহাসনে বসার পর এই প্রথম আরব নেতার যুক্তরাষ্ট্র সফর।


প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বাদশা সালমানের মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে যখন ঐ অঞ্চলে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। ইরাক ও সিরিয়ায় ইসলামিক ষ্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পরিচালিত কোয়ালিশন বাহিনী দমন অভিযান এবং ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে সৌদি পরিচালিত কোয়ালিশন বাহিনীর তৎপরটা চলছে।

ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রদেস বলেন, "গুরুত্বপূর্ণ সময়েই গুরুত্ব পূর্ণ এই বৈঠক হতে যাচ্ছে। ঐ অঞ্চলে অনেক কিছু ঘটছে এবং সৌদি আরবের সংগে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। খুব সম্প্রতি ইরানের সংগে যে চুক্তি হয়েছে এবং সৌদী আরব ও পারস্য উপসাগরীয় দেশের সংগে ক্যাম্প ডেভিডে যে শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয় তারই পরবর্তী প্রয়াস হচ্ছে বৈঠক। "

XS
SM
MD
LG