অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ল্যাটিন আমেরিকায় সফরে গেছেন


ব্রাজিলের প্রথম নারী রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ডিলমা রুজেফ
ব্রাজিলের প্রথম নারী রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ডিলমা রুজেফ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পরিবারের সদস্যরা ল্যাটিন আমেরিকার তিনটি দেশ সফরের প্রথম পর্যায়ে আজ ব্রাজিলে গিয়ে পৌছেছেন।

মি ওবামা বলছেন যে তাঁর এই সফরের একটি উদ্দেশ্য হচ্ছে ল্যাটিন আমেরিকার প্রতিবেশিদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ়তর করা। তিনি বলেন সেখানকার দেশগুলি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভবিষ্যতের জন্যে ক্রমবর্ধমান ভুমিকা পালন করছে। তিনি আরও বলেন যে ক্রমবর্ধমান বিশ্ব অর্থনীতিতে এ সব দেশের সঙ্গে আমাদের সহযেগিতার সম্পর্ক আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আজ তাঁর সাপ্তাহিক ভাষণে মি ওবামা বলেন ব্রাজিল, অন্য যে কোন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছ থেকেই সব চেয়ে বেশি পণ্য আমদানি করে এবং এর ফলে যুক্তরাষ্ট্রে হাজার হাজার চাকরি রক্ষা করা সম্ভব হচ্ছে। তিনি বলেন যে তিনি ব্রাজিল এ ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেখা করবেন এবং আরও চাকরি সৃষ্টি করার জন্যে ব্যবসা সম্প্রসারিত করবে। মি ওবামা, ব্রাজিলের প্রথম নারী রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ডিলমা রুজেফ এর সঙ্গে দেখা করবেন এবং রিও ডি জানেইরো থেকে ব্রাজিলের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

মি ওবামা চিলে ও অ্যাল সালভাডর সফরেও যাবেন।

XS
SM
MD
LG