অ্যাকসেসিবিলিটি লিংক

এরিক হোল্ডার বলেছেন ২০ বছর আগে ওকলাহোমা বোমা বিস্ফরণের পর যুক্তরাষ্ট্র এখনও স্বাধীনতার প্রতীক হয়ে রয়েছে


The Field of Empty Chairs is seen during the 20th Remembrance Ceremony, the anniversary ceremony for victims of the 1995 Oklahoma City bombing, at the Oklahoma City National Memorial and Museum in Oklahoma City, Oklahoma April 19, 2015. REUTERS/Nick Oxfor
The Field of Empty Chairs is seen during the 20th Remembrance Ceremony, the anniversary ceremony for victims of the 1995 Oklahoma City bombing, at the Oklahoma City National Memorial and Museum in Oklahoma City, Oklahoma April 19, 2015. REUTERS/Nick Oxfor

যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্যাঞ্চলের ওকলাহোমা রাজ্যের ওকলাহোমা শহরে, ২০ বছর আগে বোমা বিস্ফোরণ ঘটে।

১৯৯৫ সালের ১৯ এপ্রিল, Alfred P. Murrah কেন্দ্রীয় সরকারের একটি ভবনের সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। ওই বোমা বিস্ফোরণে ১৬৮ জন নিহত হয়। এখন পর্যন্ত ওই ঘটনাই হচ্ছে যুক্তরাষ্ট্রের দেশজ সন্ত্রাসবাদের সবচাইতে মারাত্মক ঘটনা।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেছেন ২০ বছর আগে এ দেশের মূল আদর্শ স্বাধীনতা, গণতন্ত্র এবং আইনের শাসন তার প্রাণ কেন্দ্রে দেশজ সন্ত্রাসীরা আঘাত হানে।

কিন্তু তিনি বলেন “আমেরিকান জনগনের অদম্য মানসিকতার ফলে, জাতি, তাদের মৌলিক মূল্যবোধের প্রতি আবারও প্রতিশ্রুতিবদ্ধ হন।” তিনি বলেন “ওই মূল্যবোধই এ দেশকে স্বাধীনতার প্রতীক করে তুলেছে।”

XS
SM
MD
LG