অ্যাকসেসিবিলিটি লিংক

অলিম্পিকে পদক প্রাপ্তিতে প্রথম যুক্তরাষ্ট্র


রিও অলিম্পিকে পদক প্রাপ্তিতে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ৩৯টি স্বর্ন সহ মোট ১০৮টি পদক পেয়েছে। এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও চীন। যুক্তরাজ্য ২৬টি স্বর্ন সহ ৬৩টি পদক এবং চীন ২৩টি স্বর্ন সহ ৬৭টি পদক পেয়েছে।

শুক্রবার রাতে রিও দ্য জেনেরিওতে ৪ গুণন ১০০ মিটার রিলে দৌড়ে স্বর্ণ পদক লাভ করে, পর পর তিনবার এই বিশ্ব অলিম্পিকে জামাইকার দৌড়বিদ উসান বল্ট স্বর্ণ পদক পেলেন।

জামাইকার দলটি এই খেলায় তাদের নিজেদের বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি, তবে স্বর্ণপদক প্রাপ্ত জাপানি দৌড়বিদের চাইতে এক সেকেন্ডের এক তৃতীয়াংশ এগিয়ে ছিলেন। যুক্তরাষ্ট্রের দলটিকে নির্দিষ্ট স্থানের বাইরে গিয়ে লাঠি হস্তান্তর করার দায়ে খেলায় বাদ দেওয়ায়, কানাডা ব্রোঞ্জ পদক পায়।

১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড অধিকারি বল্ট, রিওতে আগেকার মতো এই দু' ধরণের খেলায়ও জয়লাভ করেন, যেমনটি করেছেন তাঁর দল বল নিয়ে চার গুণন একশো মিটার রিলে রেসে।

মহিলাদের ৪ গুণন ১০০ মিটার রিলে রেইসে যুক্তরাষ্ট্র স্বর্ণপদক জয় করে। ঐ দলের সদস্য অ্যালিসন ফেলিক্স হচ্ছেন প্রথম মহিলা যিনি এই দৌড় যাঁপে অলিম্পিকে ৫ টি স্বর্ণপদক পান।

XS
SM
MD
LG