অ্যাকসেসিবিলিটি লিংক

মহাকাশে অলিম্পিক মশাল


মহাকাশে অলিম্পিক মশাল... ভাবতেই আশ্চর্য লাগছে, তাইতো। আশ্চর্য হলেও সত্যি। রাশিয়ার দুজন নভোচারী শীতকালীন অলিম্পিকের এই মশাল নিয়ে গিয়েছিলেন মহাকাশে। শুধু নিয়েই যাননি, এই মশাল নিয়ে তাঁরা পদচারণা করেছেন মহাকাশে।
রাশিয়ার নভোচারী ওলেগ কোতোভ এবং সের্গেই রিজানস্কি শনিবার মশালটিকে তাঁরা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বাইরে নিয়ে যান। এমনকি আলাদাভাবে মশালটিকে হাতে ধরে তাঁরা ছবিও তোলেন। তবে হ্যাঁ, নিরাপত্তার কারণে মশালটি কিন্তু মহাকাশে জ্বালানো হয়নি।
এই প্রথম অলিম্পিক মশালকে নভোযানের বাইরে নিয়ে যাওয়া হলো। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় যখন অলিম্পিক হলো তখন মশাল মহাকাশে নেয়া হলেও তা নভোযানের বাইরে নেয়া হয়নি।
বৃহস্পতিবার, মশালটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। সোমবার মশালটি পৃথিবীতে ফিরিয়ে এনেছেন তিন সদস্যের নভোচারী দল।
২০১৪ সালের ফেব্রুয়ারীর ৭ তারিখ সোচিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে্র উদ্বোধনী অনুষ্ঠানে এই মশালটি জ্বলে উঠবে।
XS
SM
MD
LG