অ্যাকসেসিবিলিটি লিংক

সোচি অলিম্পিক মশাল এখন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে


মহাশুন্য বিচরণের লক্ষ্যে সোচি অলিম্পিক মশাল এখন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। একজন রাশিয়ান, একজন আমেরিকান এবং একজন জাপানী, এই তিন ক্রু রয়েছেন মশালের সঙ্গে।

বৃহস্পতিবার সকালে মহাকাশযান সয়ুজ-এফ জি কাজাখস্তানের বাইকোনুর থেকে সফলভাবে উৎক্ষেপন করা হয়। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত দুই রাশিয়ান নভোচারী শনিবার মশাল নিয়ে প্রথমবার স্পেসওয়াক করবেন এবং সোমবার নাগাদ মশাল পৃথিবীতে ফিরে আসবে।

নিরাপত্তজনিত কারনে মহাকাশ পরিভ্রমনের সময় মশাল জ্বালানো হবে না। পৃথিবীতে ফিরে আসার পর মশালটিকে সমগ্র রাশিয়া সফর করানো হবে এবং ৭ই ফেব্রুয়ারী সোচিতে অলিম্পিক উদ্বোধনীর সময় প্রজ্জ্বলন করা হবে।
XS
SM
MD
LG