অ্যাকসেসিবিলিটি লিংক

বারংবার বলা সত্বেও পাকিস্তানে প্রশিক্ষিত জঙ্গীদের নিয়ন্ত্রণ করছে না পাকিস্তান


বারংবার বলা সত্বেও পাকিস্তানে প্রশিক্ষিত জঙ্গীদের নিয়ন্ত্রণ করছে না পাকিস্তান। তারা ভারতে ঢুকে নাশকতা চালিয়ে চলেছে। সরাসরি যুদ্ধে না গিয়ে যে যে পদ্ধতিতে পাকিস্তানকে চাপ দিতে চাইছে ভারত, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হল ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি বাতিল করে দেওয়া। বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সই হওয়া এই চুক্তি গত ৫৬ বছর ধরে নির্ঝঞ্ঝাটে চলে এসেছে এর মধ্যে দু দেশের মধ্যে তিন-তিনটি যুদ্ধের মধ্যেও। পাকিস্তানকে চাপ দেওয়ার এই সহজ উপায়টির কথা বলে আসছেন বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞ, এমনকি, দেশের প্রাক্তন বিদেশমন্ত্রি যশোবন্ত সিংহও। ঐ চুক্তি অনুসারে সিন্ধু ও অপর পাঁচটি নদীর জলের ৮০% পায় পাকিস্তান, ভারত বাকি ২০%। পাকিস্তানের ৬৫% এলাকা সিন্ধু-র জলের ওপর নির্ভরশীল। পাকিস্তানের কোটি কোটি মানুষের খাওয়ার জল তো বটেই, ও দেশের জলবিদ্যুত ও সেচের জলের সিংহ ভাগই সিন্ধুর জল-নির্ভর। চুক্তি বাতিল হয়ে গেলে ভারতের আর দায় থাকবে না পাকিস্তানকে জল দেওয়ার। পাকিস্তানকে শুকিয়ে মারলে সন্ত্রাসবাদের উতপাত হয়তো কমবে।

please wait

No media source currently available

0:00 0:01:11 0:00

XS
SM
MD
LG