অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের আদালত ভবনে আত্মঘাতী হামলায় সাতজন নিহত


পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি আদালত ভবনে মঙ্গলবার আত্মঘাতী বোমা-বন্দুকের হামলায় কমপক্ষে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় জখম হয়েছে আরো ৩০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আত্মঘাতী বক্ষ বন্ধনী পরা তিন বন্দুকধারী ঢুকে পড়ে চারসাদ্দার একটি আদালত ভবনে এবং আদালতের অভ্যন্তরে ঢোকার জন্যে তারা হাত বোমা ছুঁড়ে মারে।

এলাকার পুলিশ প্রধান সোহেল খালেদ সাংবাদিকদের জানান, টের পেয়ে ভবনের নিরাপত্তা রক্ষীরা তাদের সামনে রুখে দাঁড়ায় এবং হামলাকারীদের দু’জন তাদের বক্ষবন্ধনীতে আঁটা বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটায়। তৃতীয় হামলাকারী ইত্যবসরে বন্দুক লড়াইয়ে, নিরাপত্তা রক্ষীদের গুলিতে প্রাণ হারায়।

পুলিশসহ এক আইনজীবী এবং অসামরিক লোকজন ঘটনায় নিহত হয় বলে জানা গিয়েছে হাসপাতাল ও পুলিশ সূত্র থেকে।

পাকিস্তান এখন আবার ঘন ঘন সন্ত্রাসী হামলার মুখে জর্জরিত হচ্ছে এবং এসব হামলার বেশির ভাগেরই দায়-দায়িত্ব দাবি করে থাকে পাকিস্তানী তালেবান গোষ্ঠীর দলছুট অংশ জামাতুল আহরার।

XS
SM
MD
LG