অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান বলেছে এ সপ্তাহে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বিরোধের নিস্পত্তি হবে


A Pakistani border security guard stands alert at Pakistan-Afghanistan border post, Chaman in Pakistan, May 5, 2017. Backed by artillery, Afghan security forces fired across the border on Pakistani census workers and troops escorting them on Friday, kill
A Pakistani border security guard stands alert at Pakistan-Afghanistan border post, Chaman in Pakistan, May 5, 2017. Backed by artillery, Afghan security forces fired across the border on Pakistani census workers and troops escorting them on Friday, kill

পাকিস্তান বলেছে যে সীমান্ত বিরোধের ফলে সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে মারত্মক সংঘর্ষ হয়, সম্ভবত এ সপ্তাহে পরে তার মীমাংসা হবে। এর ফলে ইসলামাবাদ, প্রতিবেশি দেশের সঙ্গে একটি ব্যস্ত পারাপার সম্পূর্ণ ভাবে খুলে দিতে পারবে।

পাকিস্তানী সামরিক বাহিনী বুধবার আবারও বলেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চামান শহরের দুটি বিভাজিত গ্রামের পাকিস্তানী দিকে যখন সরকারী কর্মীরা আদমশুমারী সংশ্লিষ্ট জরিপ চালাচ্ছিলেন তখন আফগান বাহিনী গুলি বর্ষণ করায় সংঘর্ষ বাধে।

সংঘর্ষের ফলে উভয় পক্ষে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়। বেশ কয়েক ঘন্টা ধরে গোলাগুলি চলে থাকে।

XS
SM
MD
LG