অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের পারাচিনারে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে লস্কর-ই জেংভি


পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বলেছেন রবিবার একটি ব্যস্ত কাপড়ের বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়, আহত হয় আরো ৫৫ জন।

আফগান সীমান্তে আধা স্বায়ত্বশাসিত কুর্রাম উপজাতীয় অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পারাচিনারে ওই বিস্ফোরণ ঘটে।

কুর্রামের রাজনৈতিক প্রশাসক আমজাদ আলী খান ফরাসী সংবাদ সংস্থাকে বলেছেন বোমাটি একটি ব্যাগে ভোরে বাজারে লুকিয়ে রেখে গেছে কেউ।

ওই উপজাতীয় অঞ্চলে ইসলামিক চরমপন্থীদের সহিংসতা এবং সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত চলছে ।

নিষিদ্ধ ঘোষিত সুন্নি মুসলিম চরমপন্থী সংগঠন লস্কর-ই জেংভি ঐ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। ঐ গ্রুপটি পাকিস্তানি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে মারাত্মক হামলা জন্য কুখ্যাত।

XS
SM
MD
LG