অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানকে দেওয়া ‌মোস্ট ফেভার্ড নেশন-এর মর্যাদা ভারত প্রত্যাখ্যান করার কথা বিবেচনা করছে


FILE- Indian and Pakistani flags are lowered during a daily retreat ceremony at the India-Pakistan joint border check post of Attari-Wagah near Amritsar, India, July 21, 2015.
FILE- Indian and Pakistani flags are lowered during a daily retreat ceremony at the India-Pakistan joint border check post of Attari-Wagah near Amritsar, India, July 21, 2015.

পাকিস্তান থেকে জঙ্গিহানা বন্ধ করতে সিন্ধু নদীর জল নিয়ে পাকিস্তানকে চাপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই থামছে না ভারত। এ বার অস্ত্র দ্বিপাক্ষিক বাণিজ্য। ঠিক দু দশক আগে, ১৯৯৬ সালে পাকিস্তানকে ‌মোস্ট ফেভার্ড নেশন-এর মর্যাদা দিয়ে পাকিস্তানী সামগ্রী ভারতে রফতানি সহজ করে দিয়েছিল ভারত। পাকিস্তান অবশ্য এমন কোনও পদক্ষেপ নেয় নি। সীমান্ত পরিস্থিতির ক্রমেই অবনতি দেখে ওই মর্যাদা প্রত্যাহার করা যায় কিনা তা পর্য্যালোচনা করতে বৃহস্পতিবার শীর্ষ অধিকারিকদের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পাশাপাশি অধিকারিকদের একাংশের মতে, দু দেশের মধ্যে বাণিজ্য এতই কম যে, তেমন কোনও সিদ্ধান্ত হয়তো নেহাতই প্রতীকী হবে। ভারতের মোট বৈদেশিক বাণিজ্য ২০১৫-১৬-য় ছিল ৬৪১ বিলিয়ন ডলার। তার মধ্যে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের অঙ্ক ২.৬৭ বিলিয়ন ডলার - এর মধ্যে ভারতের পাকিস্তানে রপ্তানি ছিল ২.২ বিলিয়ন ডলার, ও, ভারতে পাকিস্তানের রপ্তানি হয়েছিল ০.৪ বিলিয়ন ডলার মাত্র।
এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG