অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে এক আদালতে হামলায় ১১ জন নিহত


Attack at a Court in Islamabad
Attack at a Court in Islamabad
পাকিস্তানের পুলিশ সূত্রে বলা হয় সোমবার রাজধানীতে একটি আদালতে বন্দুক ও আত্মঘাতী বোমা আক্রমনে ১ জন বিচারক ও কয়েকজন আইনজীবী সহ ১১জন নিহত হয়।

পুলিশ বলেছে সোমবার ইসলামাবাদে আক্রমণে ২৫ জন, যাদের অধিকাংশই তরুণ আইনজীবী আহত হয়। পুলিশ বলেছে সুসমন্বিত সন্ত্রাসবাদের ঘটনা ছিল সেটি।

আদালতে সহিংসতার প্রতিবাদে আইনজীবী সংগঠন দেশব্যাপী ধর্মঘট ডেকেছে।

পুলিশ সূত্রে আরও বলা হয় প্রাথমিক তদন্তে দেখা গেছে অন্তত দুই ব্যাক্তি আদালতে ভীড়ের মধ্যে হাত বোমা ছোড়ে এবং তারপর সরা ঘরে গুলিবর্ষণ করে। এরপর দুজন নিজেদের উড়িয়ে দেয়।

স্বল্প পরিচিত একটি চরমপন্থী গ্রুপ আহরার উল হিন্দ, যে গ্রুপটি সম্প্রতি তেহেরিক এ তালেবান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছে, তারা সোমবারের আক্রমণের দায় স্বীকার করে।

ইতিমধ্যে পাকিস্তানের উত্তরপশ্চিমে এক বোমা বিস্ফোরণে দুজন সৈনিক নিহত হয়। আহত হয় চার জন। উত্তেজনাপূর্ণ খাইবার উপজাতীয় অঞ্চলে সাদোখেল এলাকায় ওই ঘটনা ঘটে।
XS
SM
MD
LG