অ্যাকসেসিবিলিটি লিংক

করাচী বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান


Smoke rises above the Jinnah International Airport where security forces continue to battle militants Monday, June 9, 2014, in Karachi, Pakistan. Gunmen disguised as police guards attacked a terminal with machine guns and a rocket launcher during a five-h
Smoke rises above the Jinnah International Airport where security forces continue to battle militants Monday, June 9, 2014, in Karachi, Pakistan. Gunmen disguised as police guards attacked a terminal with machine guns and a rocket launcher during a five-h
পাকিস্তানের সবচাইতে ব্যস্ত বিমানবন্দরে যে মারাত্মক হামলায় ১০ জন বন্দুকধারী সহ ২৮ জন নিহত হয়, পাকিস্তানি তালেবান তার দায় স্বীকার করেছে।

সশস্ত্র চরমপন্থীরা করাচীর জিন্নাহ আম্তর্জাতিক বিমানবন্দরের পুরনো টার্মিনালে অনুপ্রবেশ করে। পুলিশ ও সেনাদের সঙ্গে তাদের ৫ ঘন্টা ধরে বন্দুক লড়াই চলে। সোমবার ভোরে বন্দুক লড়াই এর অবসান হয়।
ঐ টার্মিনালটি মূলত দেশী বিদেশী ভি-আই-পি বা উচ্চপদস্থ ব্যক্তিবর্গের জন্যে এবং পণ্য ও মালের জন্য ব্যবহৃত হয়। বন্দুকধারীদের পরনে ছিল সামরিক ইউনিফর্ম।
XS
SM
MD
LG