অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানী কর্মকর্তা নিহত


Indian army soldiers display seized arms and ammunition at the army headquarters in Srinagar, India, August 16, 2013.
Indian army soldiers display seized arms and ammunition at the army headquarters in Srinagar, India, August 16, 2013.

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে যে বিরোধীত কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে তাদের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

পাকিস্তানী এক সামরিক কর্মকর্তা বুধবার বলান, বিনা উষ্কাতেই তারা গোলাবর্ষণ করে। তিনি আর বলেন ঐ ঘটনায় দ্বিতীয় আরও একজন সেনা গুরুতর ভাবে আহত হয়েছেন।

দুই পারমানবিক শক্তিধর দেশের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে একের পর এক ঘটনা ঘটছে তার মধ্যে এই অভিযোগ ছিল সাম্প্রতিকতম। কাশ্মীরকে কেন্দ্রকরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান যা দুটি দেশকে বিভক্ত করেছে এবং উভয়ই কাশ্মীরের সম্পূর্ণ ভূখন্ড দাবীকরে আসছে। গত দুই সপ্তাহ ধরে একে অপরকে ২০০৩ সালে কাশ্মীর সীমান্তসহ যে অস্ত্র বিরোতী হয়ে ছিল তা ভংগের অভিযোগ করছে।

ইসলামাবাদ ঐ গুলির ঘটনার সংগে তাদের সংশ্লিষ্টতার কথা অস্বিকার করেছে এবং দু’জন অসামরিক লোককে হত্যা ও আরো আটজনের আহতে জন্য দায়ী করেছে। তারা বিরোধীত সীমান্ত এলাকায় বিনা উষ্কানিতে গুলি করারও নিন্দা জানিয়েছে।
XS
SM
MD
LG