অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে লড়াই-এ ১৩ জন নিহত


কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তের বিতর্কিত এলাকায় লড়াই-এ অন্তত ১৩জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৮০ জনের বেশী মানুষ।

পাকিস্তানের সেনা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চামান শহরের কাছে আফগান বাহিনী সরকারী আদম শুমারি গণনকারী দলের ওপরে গুলি চালানোর পরে লড়াই শুরু হয়। তবে পাকিস্তানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে দুপক্ষ অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে এবং সীমান্তের দু’পক্ষের কর্মকর্তারা খুব শীঘ্রই আলোচনায় বসবেন।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর জানিয়েছেন যে পাকিস্তানী সেনারা অসামরিক গণনাকারীদের পাহারা দিয়ে অন্যত্র নিয়ে যান। যার মধ্যে অনেকেই আহত হয়েছেন। চামান শহরে পাকিস্তানী হাসপাতাল এবং নিরাপত্তা কর্মকর্তারাজানিয়েছেন ঐ পাকিস্তানের অন্তত ৯জন অসামরিক লোকজন নিহত হয়েছে যার মধ্যে নারী এবং শিশুও রয়েছে আর আহত হয়েছে ৪০ দিনেরও বেশী মানুষ।

XS
SM
MD
LG