অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক ও বোমার হামলায় কম হলেও ২৫ জনের প্রাণবিনাশ হয়েছে


পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলবর্তী একটি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার বন্দুক ও বোমার হামলায় কম হলেও ২১ জনের প্রাণবিনাশ হয়েছে- জখম হয়েছে আরো অনেক লোক- জানিয়েছেন সরকারী কর্মকর্তা এবং হাসপাতালের লোকজন।

কতৃপক্ষিয় সূত্রে বলা হয়েছে- আজ সকালে প্রায় ন’টার দিকে চারসাদ্দা শহরের ঐ বাচা খান য়ুনিভার্সিটীতে চার সন্ত্রাসীর একটি দল ছাত্র ও শিক্ষকদের নিশানা করে গুলি চালায়।

ঐ অঞ্চলের ডেপুটী ইনস্পেকটার জেনারেল অফ পুলিশ সাঈদ ওয়াযির খান বলেছেন- হামলাকারিদের ভেতর কম হলেও শামিল ছিলো দু’ই আত্মঘাতি বোমাবাজ।

পাকিস্তানী তালেবান দলের মূখপাত্র মোহাম্মদ খোরাসানী বলেছেন- এই য়ুনিভার্সিটীর হামলার ব্যাপারে তাঁর দল কিছুই জানেনা-কোনোই সংশ্লিষ্টতা নেই তাদের। বলেন-অসামরিক কোনো শিক্ষালয় তাদের কোনো হামলা নিশানার তালিকাভুক্ত নয়।ভয়েস অফ এ্যামেরিকার কাছে পাঠানো এক বয়ানে খোরাসানী জানিয়েছেন- বুধবারের এ হামলা ইসলামি শরিয়ার পরিপন্থী।এর আগে,স্থানীয় এক তালেবান কমান্ডার বলেছিলো-ঐ চার হামলাকারিকে , তিনি, ঐ য়ুনিভার্সিটীতে পাঠান।পরস্পর বিরোধী এহেন বিবৃতি-বয়ানের কোনো ব্যাখ্যা মেলেনি এ অবধি।

XS
SM
MD
LG