অ্যাকসেসিবিলিটি লিংক

করাচীতে বোমা বিস্ফোরণে চার ব্যক্তি নিহত


করাচীতে বোমা বিস্ফোরণে চার ব্যক্তি নিহত
করাচীতে বোমা বিস্ফোরণে চার ব্যক্তি নিহত

পাকিস্তান সরকারের কর্মকর্তারা বলছেন, করাচীতে নৌবাহিনীর লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছিলো এমনি দুটি বাসের কাছাকাছি বোমার বিস্ফোরণ ঘটলে চার ব্যক্তি নিহত এবং ৫০ জনের বেশি লোক আহত হয়। কতৃপক্ষ বলছে, মঙ্গলবার এ বিস্ফোরণ ঘটানো হয় রিমোট কন্ট্রোল পদ্ধতি ব্যবহার করে । দক্ষিণের ঐ বন্দর-শহরে দুটি বোমার বিস্ফোরণ ঘটে মাত্র মিনিট কয়েকের ব্যবধানে । এ হামলার দায়দায়িত্ব কোনো পক্ষ থেকেই দাবি করা হয়নি ।

গত সপ্তাহেও করাচীর ঘাসমান্ডি এলাকায় বোমার বিস্ফোরণ ঘটলে ১৫ ব্যক্তি নিহত এবং ৩৫ জনেরও বেশি লোকের প্রাণহাণি হয়েছিলো । পুলিশ বলছে দূর্বৃত্তের দল এ হামলার পেছেনে ছিলো বলে তাদের সন্দেহ হয় । ওদিকে বালুচিস্তান প্রদেশে সশস্ত্র লোকজন সোমবার রাতে যাত্রিবাহি একটি বাসের ওপর চড়াও হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং কম হলেও ১৩ ব্যক্তিকে তারা হত্যা করে । হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকটি বাচ্চা ছিলো – মহিলাও ছিলেন অনেক কজন ।

XS
SM
MD
LG