অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানী তালেবানের দলছুট অংশ বলেছে,খৃষ্টানদের নিশানা করেই চালানো হয় লাহোরের বোমা হামলা।


পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ রবিবার লাহোরে খৃস্ট ধর্মাবলম্বিদের লক্ষ করে পরিচালিত আত্মঘাতি যে বোমা হামলায় বহু মানুষ হতহত হলো তারই প্রেক্ষিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন- সন্ত্রাস বিরোধী কর্ম তৎপরতা এখন আরো জোরদার করা হবে। প্রায় তিরিশটি শিশুসহ কমসে কম ৭২ জন এতে প্রাণ হারিয়েছেন। জনাকীর্ণ ঐ পার্কের ঐ বিস্ফোরণ ঘটনায় অন্যান্য তিন শ’ জন জখম হন।

সামরিক বাহিনীর জনৈক মূখপাত্র বলেছেন- প্রাথমিক খবরাখবরের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে পরিচালিত বেশ কিছু অভিযানে প্রাদেশিক রাজধানী এবং মুলতান ও ফায়সালাবাদসহ পাঞ্জাবের অন্যান্য শহরাঞ্চল থেকে সন্দেহভাজন সন্ত্রাসী এবং তাদের মদতগার বলে মনে হয় এমোন লোকজনকে পাকড়াও করা হয়েছে। এছাড়া আর বেশি কিছু তিনি বলেন নি।

পাকিস্তানী তালেবানদের দলছুট অংশ জামাতুল আহরারের জনৈক মূখপাত্র এ হামলার দায় দায়িত্ব দাবি করেছে- বলেছে, খৃষ্ট ধর্মাবলম্বিদের নিশানা করেই চালানো হয় আত্মঘাতি বোমা হামলা।

XS
SM
MD
LG