অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবানের সঙ্গে পাকিস্তান সরকারের আলোচনা শুরু


পাকিস্তানে রক্তাক্ত বিদ্রোহ বন্ধের লক্ষে সে দেশের সরকারী আলোচক এবং পাকিস্তানি তালিবানের প্রতিনিধিদের মধ্যে ইসলামাবাদে বৈঠক শুরু হয়েছে।

আজকের এই প্রাথমিক বৈঠকে আশা করা হচ্ছে আলোচকরা মূল শান্তি আলোচনার একটি ছক প্রস্তুত করবেন।

তালিবানের দাবির মধ্যে রয়েছে , কট্টর ইসলামি আইন চালু করা , কারাগার থেকে তাদের যোদ্ধাদের মুক্ত করা এবং পাকিস্তানের উত্তর পুর্বাঞ্চল থেকে সরকারী সৈন্যদের অপসারণ । ঐ অঞ্চল স্থানীয় ও বিদেশি জঙ্গিদের অভয়-আশ্রয় হিসেবে পরিচিত।

সরকারী আলোচকরা বলছেন যে তাঁরা এই আলোচনা সম্পর্কে আশাবাদী নন।

পাকিস্তানে সাত বছরের এই বিদ্রোহে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে।


সমালোচকরা অতীতে তালিবানের প্রতি দূর্বল অবস্থান নেওয়ার জন্যে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সরকারকে অভিযুক্ত করেছে।
XS
SM
MD
LG