অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বে শিশু মৃত্যের হার পাকিস্তানে সব চেয়ে বেশি


.
.
ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান সেইভ দ্য চিল্ড্রেন এর এক নতুন গবেষণায় দেখা গেছে যে প্রতিবছর বিশ্বব্যাপী দশ লক্ষ শিশু জন্মানোর পর পরই মারা যায়।

"Ending Newborn Deaths," শীর্ষক ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে ২০১২ সালে পাকিস্তানে সর্বাধিক সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে জন্মের সঙ্গে সঙ্গে এবং মৃত সন্তান ও জন্মেছে । এই সংখ্যা প্রতি হাজারে ৪০.৭ । তার পরই নাইজেরিয়ায় , হাজারে ৩২.৭, সিয়েরা লিওন ৩০.৮, সোমালিয়ায় ২৯.৭ গিনি বিসাউ এ ২৯.৪ এবং আফগানিস্তানে ২৯।

পাকিস্তানে কর্মরত সেইভ দ্য চিল্ড্রেন এর একজন কর্মকর্তা আরশাদ মাহমুদ ভয়েস অফ আমেরিকাকে বলেন যে প্রত্যেক বছর জন্মের প্রথম মাসেই পাকিস্তানে দু লক্ষ শিশু মারা যায়। এর ফলে এ ব্যাপারে সহস্রাব্দের লক্ষমাত্রা অর্জনে পাকিস্তান অনেক পিছিয়ে আছে । ঐ লক্ষমাত্রা হচ্ছে ২০১৫ সালের মধ্যেই শিশু মৃত্যরি হার দুই তৃতীয়াংশ কমাতে হবে।

ঐ প্রতিবেদনের মতে ২০১২ সালে প্রতি ১০০০ শিশুর মধ্যে ৮৬ জন শিশু মারা গেছে পাঁচ বছর পুরো হবার আগেই ।
XS
SM
MD
LG