অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের দাবী জম্মু-কাশ্মীর সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানের


Jammu and Kashmir
Jammu and Kashmir

জম্মু-কাশ্মীর সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল ফের পাকিস্তানের সেনারা। রাজৌরি জেলায় পাক সেনার মর্টার ও গুলিবর্ষণ। সার্জিক্যাল স্ট্রাইকের পর এনিয়ে ২৯ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। গতকাল রাত সাড়ে ৮টা থেকে নৌসেরা সেক্টরে সেনা চৌকি লক্ষ্য করে মর্টার ও গুলি ছুড়তে শুরু করে পাক সেনারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা।ভারতীয় সময় রাত দেড়টানাগাদ পর্যন্ত চলে গুলির লড়াই। যদিও হতাহতের কোনও খবর নেই।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, পাক সেনা মর্টার বোমা এবং ছোট স্বংয়ক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোঁড়ে। লাম বাতালিয়ন অঞ্চলে সেনাবাহিনীর চৌকিই মূল লক্ষ্য ছিল। নৌসেরা সেক্টরেও কয়েক রাউন্ড গুলি চালানো হয় সীমান্তের ওপার থেকে। পাক সেনার এই হামলার জবাব দেওয়া হয়েছে বলেও সেনা সূত্রে জানানো হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG