অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান


অতীতে পাকিস্তানের সঙ্গে চার-চারটি যুদ্ধের পর আবারও একটি যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান, দলবীর সিং সুহাগ। পাক-ভারত ১৯৬৫ সালের যুদ্ধের ফিরে-লেখা ইতিহাসটি মঙ্গলবার দিল্লিতে প্রকাশ করলেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর। সেই অনুষ্ঠানেই সেনাপ্রধান বলেন, যে ভাবে জম্মু ও কাশ্মিরে

পাকিস্তানী সহায়তায় বেড়েই চলেছে জঙ্গী কার্যকলাপ, তার ফলেই অনিবার্য হয়ে উঠতে পারে স্বল্প প্রস্তুতি ও স্বল্পমেয়াদের আরও একটি ভারত-পাক যুদ্ধ। ভারতীয় সেনাবাহিনীকেও সেই ভাবেই তৈরি রাখা হচ্ছে বলেও জানান জেনারেল সুহাগ। ও দিকে, এত দিন ভারত বলে এসেছে, ১৯৬৫ সালের যুদ্ধে কোনও পক্ষেরই স্পষ্ট ভাবে বা পরাজয় ঘটে নি. কিন্তু নতুন ইতিষাস অনুসারে, ওই যুদ্ধে জয়ী হয়েছিল ভারতই।

সরাসরি লিংক

XS
SM
MD
LG