অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের জঙ্গীদের উতপাত বন্ধ করতে ভারতের পরিকল্পনা


কেমন করে পাকিস্তানের পাঠানো জঙ্গীদের উতপাত বন্ধ করতে পারে ভারত? প্রাক্তন সেনাপ্রধান, জেনারেল শঙ্কর রায়চৌধুরী এক টেলিভিশন আলোচনায় বলেছেন, তাঁর মতে, সীমান্তের ও পারে সেনা পাঠিয়ে জঙ্গী ঘাঁটি ধ্বংস করবার চেষ্টা করবার এটা উপযুক্ত সময় নয়। পাকিস্তানের সরকার-বিরোধী বিভিন্ন গোষ্ঠী এবং সিন্ধু প্রদেশ বা বালুচিস্তানের বিদ্রোহীরাও সে ক্ষেত্রে সরকারের পাশে দাঁড়াবে। তাঁর পরামর্শ, পাকিস্তান যেমন ও দেশ থেকে জঙ্গীদের প্রশিক্ষণ দিয়ে ভারতে নাশকতা করতে পাঠায়, একই কৌশল নিক ভারত। তেমন কাজে আগ্রহী লোকজনকে বরং প্রশিক্ষণ দেবে ভারত। তখনই পাকিস্তান বুঝবে, ভারতে হাঙ্গামা ঘটালে, ও দেশেও পাল্টা হাঙ্গামা করার ক্ষমতা রয়েছে ভারতের। তখনই পাকিস্তানের যদি চৈতন্য হয়। এ ছাড়া, ভারত ও পাকিস্তান, দুই দেশই পরমাণু শক্তিধর, তাদের সেনাবাহিনির মধ্যে সরাসরি সংঘর্ষ পরমাণু যুদ্ধের দিকে গড়ানোর আশঙ্কা থেকেই যাবে।

please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

XS
SM
MD
LG