অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের পোলিও অভিযান বিষয়ে পাকিস্তানের মন্তব্য


ভারত, পোলিও ভাইরাস যাতে সে দেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সম্প্রতি যে, লোকজনের সীমান্ত পার হয়ে চলাচলের উপর নিয়ন্ত্রণ বিধি আরোপ করেছে, পাকিস্তানের কর্মকর্তারা তার সমালোচনা করেন এবং বলেন ভারত মাত্রাতিরিক্ত ব্যবস্থা নিচ্ছে।

সারা পৃথিবীতে যে তিনটি দেশে এখনও ওই রোগ দেখা যায় সেগুলো হচ্ছে পাকিস্তান, নাইজেরিয়া এবং আফগানিস্তান।

গত সপ্তাহে ইসলামাবাদে ভারতীয় কূটনৈতিক মিশন ঘোষণা করে যে পাকিস্তান থেকে প্রাপ্তবয়স্ক এবং ছেলেমেয়ে যারা, ভারতে সফরে যাচ্ছেন তাদের অন্তত ৬ সপ্তাহ আগে পোলিও টিকা দিতে হবে।

ভারতীয় কূটনৈতিক মিশন আরও বলেছে যে ওই নীতিমালা কার্যকর হবে ২০১৪ সলের ৩০ জানুয়ারি। তারা বলেছে এর লক্ষ্য হচ্ছে ভারতের পোলিও মুক্ত মর্যাদা সুরক্ষা করা কারণ অনেক প্রচেষ্টা ও বিনিয়োগের পর তা অর্জিত হয়।

কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ ওই পদক্ষেপের সমালোচনা করেছে।

জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক পাকিস্তানের উপদেষ্টা সারতাজ আজিজ ইসলামাবাদে শনিবার রাতে সাংবাদিকদের বলেছেন এটা দু:খজনক। আমি মনে করি তাদের প্রতিক্রিয়া অতিরিক্ত কারণ যারা আফগানিস্তান থেকে ভারতে যাচ্ছে তারা এ ধরনের বিধি নিষেধের সম্মুখীন হচ্ছে না।
XS
SM
MD
LG