অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-পাকিস্তানের সুশীল সমাজের মানুষজন শান্তি সংলাপের জন্যে দু’দেশের প্রতিই আহ্বান জানিয়েছে


ভারত-পাকিস্তানের সুশীল সমাজের মানুষজন সামরিক উত্তেজনা প্রশমিত করে আবার নতুন দফায় শান্তি সংলাপের পথ এখতিয়ারের জন্যে দু’দেশের সরকারের প্রতিই আহ্বান জানিয়েছে, যৌথ প্রয়াসে। ইতিমধ্যে প্রাণঘাতি সীমান্ত পারের সংঘাত-সংঘর্ষ আজ মঙ্গলবারেও লাগাতার বহাল থেকেছে।

পারমানবিক শক্তি সমৃদ্ধ পরস্পর প্রতিদ্বন্দী দেশ দু’টি সপ্তাহের পর সপ্তাহ, পরস্পর গোলা বিনিময় করেছে- সীমান্ত পার থেকে ছোটো আগ্নেয়াস্ত্রের আঘাত হেনেছে বিরোধীত কাশ্মীর সীমান্ত বরাবার এলাকার নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল LOC বরাবর – আর এতে করে , দু’দেশের মধ্যে আবার না একটা যুদ্ধ বেধে ওঠে তা নিয়ে আশংকার উদ্রেগ ঘটছে।

সুশীল সমাজ ভিত্তিক ঐ সংগঠনটি ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি কায়েমের জন্যে,সমঝোতা প্রতিষ্ঠার লক্ষে কাজ করে চলেছে এবং সীমান্ত পারের এই গোলাগুলি ও অসামরিক লোকজনের প্রানহানিতে তারা যারপরনাই উৎকন্ঠিত।

XS
SM
MD
LG