অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই-এস-আই’র প্রধানের পদে নিয়োগ পেলেন রিজওয়ান আক্তার


পাকিস্তান তার শক্তিশালী গোয়েন্দা সংস্থা আই-এস-আই-এর প্রধানের পদে রিজওয়ান আক্তারকে নিয়োগ করেছে।

সোমবার, সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মিঃ রিজওয়ান আক্তারকে মেজর জেনারেলের থেকে লুটেন্যান্ট জেনারেলের পদে পদোন্নতী দেওয়া হয়েছে এবং অক্টোবরের ১ তারিখ থেকে তিনি গোয়েন্দা সংস্থা ইন্টারসার্ভিস ইন্টেলিজেন্স বা আই-এস-আই এর প্রধান দায়িত্বভার গ্রহণ করবেন।

এক সামরিক কর্মকর্তা বলেছেন, উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় মিঃ আক্তারের ব্যাপক অভিজ্ঞতা আছে।

পাকিস্তানের আই-এস-আই গোয়েন্দা সংস্থার পদটি দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ। দেশের অভ্যন্তরীন রাজনীতি, জঙ্গীবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং পাকিস্তানের বৈদেশিক সম্পর্কের কেন্দ্রে রয়েছে ঐ পদ।

মিঃ আক্তার এর আগে দক্ষিণের শহর কারাচির আধাসামরিক বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন। এবং তিনি লুটেন্যান্ট জেনারেল জাহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

ওদিকে, উত্তর-পশ্চিম পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, একটি সিনেমাহলে বোমা বিস্ফোরণে অন্তত ৩জন মারা গেছে। কর্তৃপক্ষ বলছেন, রোববার পেশোয়ারে ঐ বিস্ফোরণ ঘটে। আহত হয়েছে ৩০ জন।

কেউ তাতক্ষণিকভাবে ঐ ঘটনার দায় স্বীকার করেনি।

XS
SM
MD
LG