অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান তোরখাম পারাপার পুনরায় খুলে দিয়েছে


পাকিস্তান তোরখাম পারাপার পুনরায় খুলে দিয়েছে
পাকিস্তান তোরখাম পারাপার পুনরায় খুলে দিয়েছে

আফগানিস্তানে, নেটো তাদের সেনাবাহিনীকে সরবরাহ পাঠানোর জন্য যে সীমান্ত পারাপার ব্যাবহার করে, পাকিস্তান সেটি পুনরায় খুলে দিয়েছে।

পাকিস্তান ৩০ সেপ্টম্বর খাইবার উপজাতীয় অঞ্চলে তোরখাম পারাপার বন্ধ করে দেয়। একই দিনে নেটো হেলিকপ্টর পাকিস্তানী সীমান্ত চৌকিতে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে এবং দুই সৈনিক নিহত হয়।

এক যৌথ নেটো পাকিস্তানী তদন্তে নির্ধারন করা হয় যে যুক্তরাষ্ট্রের বৈমানিকরা সেনাদের জঙ্গী বলে ভুল করে। যুক্তরাষ্ট্র ওই আক্রমনের জন্য ক্ষমা প্রার্থনা করে।

সীমান্ত চৌকি বন্ধ থাকায় সরবরাহের ট্রাকগুলো এবং জ্বালানি ট্যাঙ্কারগুলোর উপর চরমপন্থীরা আক্রমন চালাতে সক্ষম হয়।

XS
SM
MD
LG