অ্যাকসেসিবিলিটি লিংক

দীর্ঘ ২০ বছর পর ইরান ও পাকিস্তানের মধ্যেকার গ্যাস পাইপ লাইনের কাজে অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে


যুক্তরাষ্ট্র বলছে – ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্পে যোগ দেওয়ার দরূন পাকিস্তানকে হয়তো অর্থনৈতিক দিক দিয়ে বিধিনিষেধের ভোগান্তিতে পড়তে হতে পারে । দীর্ঘ ২০ বছর পর ইরান ও পাকিস্তানের মধ্যেকার ঐ শান্তি পাইপ লাইনের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে । ইরানের ওধারে প্রায় ৯ শ’ কিলোমিটার পাইপ লাইনের কাজ আগেই সম্পন্ন হয়ে গিয়েছিলো – এখন কাজ হচ্ছে পাকিস্তানী অংশে । ইরানের প্রেসিডেন্ট মাহমূদ আহমেদিনযাদ এ প্রসঙ্গে বলেন – পাকিস্তান ও ইরানে অগ্রগতি হোক এটা যারা চায়না সেই বিদেশিরা আমাদের পারমানবিক কর্মসূচীর অজুহাত তোলে । প্রাকৃতিক গ্যাস দিয়ে তো আনবিক বোমা তোয়ের করা যায় না । এর সঙ্গে পারমানবিক সংশ্লিষ্টতা কিছু নেই ।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী যারদারি বলেন – এ পাইপ লাইন হলো আর্থনীতিক অস্তিত্বের প্রতীক । এ হ’লো লাইফ লাইন । জীবনের ধারাবাহিকতা লাইন এ পাইপলাইন ।
ইরানের পারমানবিক কর্মসূচীর কারণে যুক্তরাষ্ট্র , ইরানের জ্বালানী রফতানীর বিরূদ্ধে উত্থাপিত আন্তর্জাতিক বিধিনিষেধের পক্ষাবলম্বন করছে ।
XS
SM
MD
LG