অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান Save the Children এর বিদেশি কর্মচারিদের সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে


পাকিস্তান Save the Children এর বিদেশি কর্মচারিদের সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সাহায্য সংস্থার একজন কর্মকর্তা গোলাম কাদরি বৃহস্পতিবার সংবাদদাতাদের বলেন যে সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রক ছ জন বিদেশি কর্মচারীকে পাকিস্তান ত্যাগ করার আদেশ দিয়েছেন তবে এর কোন কারণ তাঁরা জানাননি।

সংবাদ মাধ্যমে এ রকম খবর প্রকাশিত হবার পর যে Save the Children সংস্থাটি সিআই এ এবং শাকিল আফ্রিদি নামের একজন পাকিস্তানি ডাক্তারের মধ্যে কয়েকটি বৈঠক আয়োজনের সুযোগ করে দিয়েছিল। এই চিকিৎসকই সাহায্য করেছিলেন , ওসামা বিন লাদেনকে খুজে পেতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পাকিস্তানের অ্যাবটাবাদ শহরে ২০১১ সালের মে মাসে এক গোপন অভিযানে আল ক্বায়দা নেতাকে হত্যা করে। বৃহস্পতিবার ক্বাদরি এই অভিযোগ অস্বীকার করেন যে এই সাহায্য সংস্থাটি সিআই এ ‘র সঙ্গে আফ্রিদির কোন যোগাযোগ করিয়ে দিয়েছিল।

Save the Children পাকিস্তানে গত তিরিশ বছর ধরে কাজ করছে এবং তাদের প্রায় দু হাজার পাকিস্তানি কর্মচারী রয়েছে।
XS
SM
MD
LG