অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরূদ্ধে আদালত অবমাননা মামলার রায় ঘোষনা করবে সূপ্রিম কোর্ট বৃহস্পতিবার


পাকিস্তানের সংকট কবলিত প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানীর আইনজিবী বলেছেন – তাঁর মক্কেলের বিরূদ্ধে আনিত আদালত অবমাননার যে মামলা নিয়ে বিস্তর আলোচনা কথাবার্তা হয়েছে , দেশের সর্বোচচ আদালত সূপ্রিম কোর্ট বৃহস্পতিবার সে মামলার রায় ঘোষনা করবে বলে মনে করছেন তিনি ।

প্রেসিডেণ্ট আসীফ আলী যারদারীর বিরূদ্ধে পুরোনো একটা দূর্নীতি মামলা আবার শুরূ করানোর জন্যে হাই কোর্টের দেওয়া নির্দেশ উপেক্ষা করায় ফেব্রূয়ারীতে প্রধানমন্ত্রীর বিরূদ্ধে অভিযোগ আনা হয়েছিলো ।

মি:গিলানীর আইনজিবী Aitzaz Ahsan ইসলামাবাদে সাংবাদিকদের বলেছেন – বৃহস্পতিবারের শুনানীর সময় সশরীরে এজলাশে উপস্থিত থাকার জন্যে আদালতের তরফে মি:গিলানীকে অনুরোধ করা হয়েছে ।

দোষি সাব্যস্ত হলে তাঁর ৬ মাস পর্যন্ত কারাদন্ড হতে পারে এবং প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি অপসারিত হতে পারেন । প্রধানমন্ত্রী নিজেকে নির্দোষ বলে জবানবন্দী দিয়েছেন এবং Aitzaz Ahsan বলছেন – মামলা থেকে তাঁর মক্কেল খালাস পাবেন বলেই তিনি আশা করছেন ।

XS
SM
MD
LG