অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানঃযুক্তরাষ্ট্র মৌ সাক্ষরিত


দু’ হাজার পনেরো সাল পর্যন্ত পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে নেটোর রসদ সরবরাহ যাওয়া সম্পর্কিত একটি চুক্তিতে সই করেছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র । গত এক দশক ধরে যে ব্যবস্থাধীনে যুক্তরাষ্ট্র আফগান লড়াইয়ে যুদ্ধরত সৈনিকদের জন্যে রসদ সরবরাহ করে এসেছে মঙ্গলবার সাক্ষরিত চুক্তি তারই আনুষ্ঠানিকতা সম্পন্ন করলো । এর আগে এ মাসের গোড়ার দিকে পাকিস্তান , আফগান সীমান্ত সংলগ্ন দুটি সীমান্ত পারাপার পথ ৭ মাস বন্ধ রাখবার পর আবার খুলে দেয় । আফগান সীমান্তের কাছাকাছি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ভুলক্রমে ২৪ পাকিস্তানী সৈনিক নিহত হলে ইসলামাবাদ নেটোর রসদ সরবরাহ পথগুলো বন্ধ করে দিয়েছিলো । মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকারের কর্মকর্তারা এক অনুষ্ঠানে এ বাবদে একটি সমঝোতা চুক্তিতে সই করে ।
XS
SM
MD
LG