অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে শিয়া দরগাহ শরিফে বোমা হামলায় অন্তত ৭৫ জন নিহত


পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, শিয়া মাজারে আত্মঘাতী বোমা হামলার পরশুক্রবার দেশব্যাপী নিরাপত্তা অভিযান চালিয়েসন্দেহ ভাজন ১ শ'র বেশি জঙ্গিকে হত্যা করেছে বলে দাবী করছে।

পাকিস্তানের দক্ষিনাঞ্চলে জনবহুল এক শিয়া দরগাহ শরিফে ইসলামিক ষ্টেট দলের এক আত্মঘাতী বোমারুবৃহস্পতিবার হামলা চালায়। ঐ আক্রমণে অন্তত ৮০ জন নিহত এবং আরও অন্তত ২৫০ জন আহত হয়েছে।


আই সিস ঐ হামলার দায়িত্ব স্বীকার করে করেছে।সিন্ধু প্রদেশের প্রত্যন্ত শেহওয়ান এলাকায় ঘটনাটি ঘটে। মহিলা এবং শিশুরাও ঐ আক্রমণের স্বীকার হয়।নগর প্রশাসনের কর্মকর্তারাজানিয়েছেন একজন মহিলা ঐ হামলা চালিয়েছে।


এক সামরিক কর্মকর্তা বলেছেন, উদ্ধার তৎপরতা চালানোর জন্যসেনা , হেলিকপ্টার এবং C-130বিমান ব্যবহার করা হয়েছে। আক্রমণের ফলে নিরাপত্তা জনিত কারণেআফগানিস্তান সীমান্ত তারা তাৎক্ষনিক ভাবে বন্ধ করে দিয়েছে। বিচ্ছিন্ন আরেকটি ঘটনায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা সামরিক বাহিনীর একটি গাড়ীতেবিস্ফোরিত হলে ৩ সেনা নিহত হয়েছে।

XS
SM
MD
LG