অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামাবাদে বোমার বিস্ফোরণ ঘ’টে কমসে কম একুশ ব্যক্তির প্রাণ হানি


পাকিস্তানে আজ বুধবার ইসলামাবাদের জনাকীর্ণ এক বাজার এলাকায় বোমার বিস্ফোরণ ঘ’টে কমসে কম একুশ ব্যক্তির প্রাণ হানি হয়েছে বলে কতৃপক্ষিয় সূত্রে বলা হচ্ছে । বিস্ফোরণে কম হলেও ৭০ জন জখম হয়েছে। পুলিশ বলছে ফলের ঝুড়ির ভেতর বোমা লুকোনো ছিলো।রিমোট কন্ট্রোল যন্ত্র দিয়ে দূর থেকে বোমা ফাটানো হয়। বাজার তখন লোকজনের ভিড়ে গমগম করছিলো।জনৈক দোকানদার বলেন- বোমার প্রচন্ড আঘাতে নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারধারে ছিটকে পড়ে।
বিস্ফোরণের দায়দায়িত্ব কোনো পক্ষ হতেই দাবি করা হয়নি- পাকিস্তানের তালেবানরা একটি বিবৃতি জারি করে বিস্ফোরণের দায়দায়িত্ব অস্বীকার করেছে।
দেশটিতে বহু বছর ধরে চলতে থাকা সন্ত্রাসী তত্পরতা খতম করতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার এখন তালেবানদের সঙ্গে কথাবার্তা বলছে।তালেবানদের সঙ্গে স্থিরিকৃত অস্ত্র সম্বরণের মেয়াদ উত্তীর্ণ হবার দু’দিন আগে আজ বুধবারের এ বিস্ফোরণ ঘটলো।
XS
SM
MD
LG