অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে বিদ্রোহীদের ঠেকানোর জন্যে পাকিস্তানের কাছে সামরিক সাহায্য চেয়েছে সউদি আরব


পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, সউদি আরব পাকিস্তানকে স্থলবাহিনী, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ দিয়ে কোয়ালিশনকে সাহায্য করার কথা বলেছে। এই কোয়ালিশন ইয়েমেনে ইরান-সমর্থিত বিদ্রোহীদের মোকাবিলা করছে।

সংসদ বিতর্কে খাজা-মুহাম্মাস-আসিফ একথা বলেছেন। গত মাসে আন্তর্জাতিকভাবে সমর্থিত প্রেসিডেণ্ট আব্দ-রাব্বু-মানসুর-হাদির সমর্থনে, সউদি আরবের নেতৃত্বে ইয়েমেনে যে বিমান হামলা শুরু হয়ে, তাতে পাকিস্তান যোগ দেবে কিনা এনিয়েই সংসদে বিতর্ক হয়। প্রেসিডেণ্ট হাদি গত মাসে পালিয়ে রিয়াদে চলে যান।

পাকিস্তান এই উদ্যোগে সমর্থন দিতে রাজী হয়েছে। অবশ্য কোন বিশেষ অভিযানের কথা বলেনি। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সউদি আরবকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করার অঙ্গীকার করেছেন।

ওদিকে, ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলছে, ইতিমধ্যে রাশিয়ার একটি বিমান, ইয়েমেন থেকে ১শ ৫৯জনকে সড়িয়ে নিয়েছে। যার মধ্যে ৪৭জন রুশ নাগরিকও রয়েছে।

XS
SM
MD
LG