অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় আফগানিস্তানে অন্তত ৩০ জঙ্গী নিহত


পাকিস্তানের কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে- সামরিক জেট-জঙ্গী বিমান বহর আফগান সীমান্তের কাছাকাছি, সন্ত্রাসীদের গোপণ আস্তানা বলে সন্দেহ হয় এমনি সব অবস্থানে বোমা মেরে কমসে কম ৩০ জঙ্গীর প্রাণনাশ করেছে।

সামরিক বাহিনীর এক বয়ানে বলা হয়েছে- ঐসব বিমান হামলায় অস্ত্র ও গোলাবারুদের দু’টি গুদামও ধংস করা হয়েছে। এটি ঘটেছে প্রত্যন্ত অঞ্চলবর্তী দুর্বৃত্ত-বিক্ষুদ্ধ খাইবার উপজাতি এলাকায়।

ওদিকে, যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বলে সন্দেহ করা হচ্ছে এমন বিমান আক্রমনে আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে, বুধবারেই, নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানী তালেবান দলের কমসে কম এগারো সদস্য নিহত হয়েছে। অভিযোগ রয়েছে তারা সীমান্তের ওধারে আফগান ভূখন্ডে আস্তানা গেড়ে থাকছিলো। ঐ একই এলাকায় আগের দিনের এক অভিযানে নয় পাকিস্তানী দুর্বৃত্ত নিহত হয়। এ দুটি ড্রোন হামলাই হয়েছে আফগানস্তিানের সীমান্তবর্তী কুনার প্রদেশে।

XS
SM
MD
LG